চিন্নাস্বামী স্টেডিয়ামে পাক বোলারদের ফের ব্যর্থতা। একটিও উইকেট পাননি দলের সেরা বোলার শাহিন শাহ আফ্রিদি। ৩ উইকেট নিয়েছেন মহম্মদ ওয়াসিম। নিউজিল্যান্ড ৪০২ রানের টার্গেট দিয়েছে পাকিস্তানকে। ম্যাচে নামার আগেই কিন্তু টিমের হেড ডিরেক্টর জানিয়ে দেন, কেন ভারতে পারফর্ম করতে পারছেন না ক্রিকেটাররা। এর অন্যতম কারণ ভারতে পাক ক্রিকেটারদের কড়া নিরাপত্তা। তিনি জানান, ভারতে নিরাপত্তার চাপে দমবন্ধ লাগছে পাক ক্রিকেটারদের।
আর্থার বলেন, পাকিস্তান টিম টানা ক্রিকেট ম্যাচ খেলেছে। এটা নতুন কিছু নয়। কিন্তু সমস্যা হল, টিম নিরাপত্তার চাপে হাঁসফাঁস করছে। এই সময়কে কোভিড কালের সঙ্গেও তুলনা করেছেন পাক টিমের হেড ডিরেক্টর। তিনি বলেন, ব্রেকফাস্ট আলাদা ভাবে হচ্ছে, হোটেলে কড়া নিরাপত্তা। এই পরিস্থিতি ক্রিকেটারদের মনে প্রভাব ফেলেছে। তাঁদের গতিবিধির উপরও নজরদারি করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন আর্থার।
পাকিস্তান টিমকে ভারতে অতিরিক্ত নিরাপত্তার প্রোটোকল দিয়ে রেখেছে আইসিসি। তবে আর্থারের মতে, ক্রিকেটাররা রাস্তা দিয়ে যাওয়ার সময় স্বাভাবিক থাকতে পারছেন না। নিজেদের পছন্দ মতো খাবার খেতে পারছেন না। টিম ডিরেক্টর হিসেবে তিনি মনে করছেন, ক্রিকেটারদের দমবন্ধ হয়ে আসছে ভারতে। তার প্রভাব পড়ছে পারফরম্যান্সে।