বিশ্বকাপে রেকর্ড গড়লেন মহম্মদ শামি। ভারতীয় হিসেবে সর্বাধিক উইকেট তুলে নিলেন। এদিন ৫ উইকেট নেওয়ার পর বিশ্বকাপের মঞ্চে তাঁর উইকেট সংখ্যা দাঁড়াল ৪৫। যদিও দেশের নিরিখে এগিয়ে অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাকগ্রা। তাঁর উইকেট সংখ্যা ৭১। পেরিয়ে গেলেন জাহির খান ও জাভাগল শ্রীনাথকে।
এবার বিশ্বকাপে খেলতে নামার আগে শামির সংগ্রহে ছিল ৩১ উইকেট। প্রথম চার ম্যাচে খেলেননি। পরের তিন ম্যাচেই ১৪ উইকেট তুলে নিয়েছেন। দুই ম্যাচে ৫ উইকেট তুলে নিলেন। বৃহস্পতিবার ৫ ওভারে ১৮ রান দিয়ে ৫ উইকেট পান শামি।
আরও পড়ুন: রবিবার ইডেনে বিশ্বকাপের হাইভোল্টেজ লড়াই, শহরে দক্ষিণ আফ্রিকা
একদিনের ক্রিকেটে দ্বিতীয়বার টানা তিন ম্যাচে চারটি উইকেটের বেশি নেওয়ার রেকর্ড গড়লেন শামি। এর আগে এই রেকর্ড ছিল ওয়াকার ইউনিসের। এদিন শামির আক্রমণে তাসের ঘরের মতো ভেঙে পড়ে শ্রীলঙ্কার ব্যাটিং লাইন আপয। ৩ উইকেট তুলে নেন মহম্মদ সিরাজও। বুমরা ও রবীন্দ্র জাদেজা একটি করে উইকেট পান।