বল যেন তাঁর হাতের বাধ্য অস্ত্র। যেভাবে ডেলিভার করবেন, তেমনই যাবে। আর ঠিক উইকেট খুঁজে নেবে। ভারতীয় ক্রিকেটের আঙিনায় কান পাতলে শোনা যায়, মহম্মদ শামির মতো সিম পজিশন আর কোনও বোলারের নেই।
এবার বিশ্বকাপে মাত্র ৬ ম্যাচে ২৩ উইকেট। ভেঙ্কটেশ প্রসাদ, আশিস নেহরা, জাভাগল শ্রীনাথ,জাহির খান। বিশ্বকাপে খেলা কোনও ভারতীয় বোলারের এমন সাফল্যের নজির নেই। কেরিয়ারের প্রথম বিশ্বকাপ ফাইনাল খেলতে নামার আগে নিজের রহস্য নিজেই ফাঁস করে দিলেন শামি।
বাংলায় বড় হওয়া পেসার মহম্মদ শামি সাফ জানিয়ে দিলেন, তিনি পরিস্থিতি বুঝে বল করার চেষ্টা করেন। পিচ কেমন, বল পড়ে কেমন আচরণ করছে, সুইং আদৌ সেই উইকেটে আছে কিনা, সেই অনুযায়ী বল করলেই সাফল্য আসে। কিন্তু অনেক মাঠেই সুইং থাকে না। তখনও কীভাবে সাফল্য! শামি জানালেন, তখন লাইন আর লেনথ ধরে রাখার চেষ্টা করেন তিনি। যাতে খোঁচা লেগে অন্তত কিপারের হাতে ক্যাচ যায়।
এবারের বিশ্বকাপে প্রথম বলেই উইকেট তুলে নিয়েছেন মহম্মদ শামি। আহমেদাবাদ আইপিএলের ঘরের মাঠ। এই মাঠে ফাইনালে আগুন ঝরাতে প্রস্তুত মহম্মদ শামি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেটাই চাইছেন ক্রিকেটপ্রেমীরাও