ওয়াখেড়েতে বিধ্বংসী মহম্মদ শামি। একাই তুলে নিলেন ৫ উইকেট। বিশ্বকাপে শ্রীলঙ্কাকে ৩০২ রানে হারিয়ে রেকর্ড টিম ইন্ডিয়ার। বিশ্বকাপে টানা সাত নম্বর ম্যাচ জিতে সেমিফাইনালের পথ আরও মসৃণ করল ভারত। মাত্র ৫৫ রানে অলআউট হয়ে গেল শ্রীলঙ্কা।
এদিন টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে বিধ্বংসী মেজাজে ব্যাট করে ভারত। বিরাট কোহলি ৮৮ রান করেন। শ্রেয়স আইয়ার করেন ৮২ রান। ৯২ রানের ইনিংস আসে শুভমান গিলের ব্যাটে। ৮ উইকেটে ৩৫৭ রান তোলে টিম ইন্ডিয়া। ৫ উইকেট নেন দিলশান মদুশঙ্ক।
আরও পড়ুন: 'জীবনের বৃত্ত সম্পূর্ণ হয়েছে', ২২ ফুটের স্ট্যাচু নিয়ে আবেগঘন পোস্ট সচিন তেন্ডুলকরের
রান তাড়া করতে নেমে প্রথম ওভারেই উইকেট তুলে নেন জসপ্রীত বুমরা। দ্বিতীয় ওভারে পরপর ২ উইকেট তুলে নেন মহম্মদ সিরাজ। এরপর মহম্মদ শামির ওভার শুরু হতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে শ্রীলঙ্কার ব্যাটিং। ৫ ওভারে ১৮ রান দিয়ে ৫ উইকেট তুলে নেন তিনি। ৩ উইকেট মহম্মদ সিরাজের। ১ উইকেট বুমরা ও জাদেজার।