বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচ শুরু। স্নায়ুর লড়াইয়ে ভারত-পাকিস্তান দুই পক্ষই। নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে দুই দলের লড়াইয়ের আঁচ পড়েছে গোটা দেশে। শুরু থেকেই ভারতীয় বোলারদের বিরুদ্ধে আক্রমণাত্মক মেজাজে পাকিস্তান। মহম্মদ সিরাজের ডেলিভারিতে ২০ রানে ফিরেছেন ওপেনার আবদুল্লা শফিক। আর অন্য ওপেনার ইমাম উল হককে ফেরালেন হার্দিক পান্ডিয়া। ক্রিজে আছেন অধিনায়ক বাবর আজম ও মহম্মদ রিজওয়ান।
আরও পড়ুন: ভারত-পাক ম্যাচের আগে অনুষ্ঠান কেন সম্প্রচার হয়নি, ক্ষোভ নেটিজেনদের একাংশের
বুমরা ও সিরাজ এদিন পাক ব্যাটিংয়ের বিরুদ্ধে আক্রমণ শুরু করেন। এরপরই হার্দিক ও কুলদীপকে নিয়ে এসেছেন অধিনায়ক রোহিত শর্মা। শার্দুল ঠাকুর ও রবীন্দ্র জাদেজাকেও সময় বুঝে ব্যবহারের পরিকল্পনা অধিনায়কের।