১২ বছর পর ঘরের মাঠে বিশ্বকাপ জিততে পারে টিম ইন্ডিয়া। সেমিফাইনালে নামার আগে এমনই মন্তব্য মহম্মদ সিরাজের। ওয়ানডে বোলিং ক্রমতালিকায় বিশ্বকাপের মাঝেই শীর্ষস্থান দখল করেছেন সিরাজ। তাঁর মতে, এই টিম ইন্ডিয়ার ড্রেসিংরুম পরিবারের মতো। দলের সংহতিও অনেকটাই বেশি।
রবিবার নেদারল্যান্ডসের বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচে নামবে টিম ইন্ডিয়া। তার আগে স্টার স্পোর্টসের একটি ভিডিয়োতে সিরাজ জানিয়েছেন, টিম ম্যানেজমেন্ট বিশ্বকাপের আগে প্রত্যেক ক্রিকেটারের পাশে দাঁড়িয়েছে। দলের পরিবেশই আলাদা। প্রত্যেকে প্রত্যেকের খবর নিচ্ছেন। ড্রেসিংরুমের পরিবেশ পরিবারের মতো।
সিরাজের মতে, "আমরা জানি, আমাদের লক্ষ্য একটাই। দেশকে বিশ্বকাপ এনে দেওয়া। টিম ম্যানেজমেন্টও দলের প্রত্যেক ক্রিকেটারের সুবিধা-অসুবিধা নিয়ে তৎপরতার সঙ্গে কাজ করছে। আমরা যদি সেটা ধরে রাখতে পারি, ফের বিশ্বকাপ জিততেই পারে টিম ইন্ডিয়া।"