বৃষ্টিবিঘ্নিত ধর্মশালার উইকেটে প্রথমে ধাক্কা খেলেও, অধিনায়কের ব্যাটে বড় রান তুলল নেদারল্যান্ডস। বৃষ্টির জন্য প্রথম আধঘণ্টা খেলা শুরু করা যায়নি। সাত ওভার কাটছাঁট করে ৪৩ ওভারে খেলা শুরু হয়। প্রথমে ব্য়াট করে নেদারল্যান্ডস আট উইকেটে ২৪৫ রান তোলে। ৬৯ বলে ৭৮ রানের ইনিংস আসে অধিনায়ক স্কট এডওয়ার্ডসের ব্যাটে।
খেলা শুরুর পর নিয়মিত ব্যবধানে নেদারল্যান্ডস উইকেট হারাতে থাকে। মাত্র ৮২ রানে ৫ উইকেট পড়ে যায় তাঁদের। তারপরেও বড় পার্টনারশিপ তৈরি হয়নি। পাঁচ নম্বরে ব্যাট করতে আসেন এডওয়ার্ডস। ওখান থেকে টিমকে ২০০ রানের গণ্ডি পার করান তিনি। অপরাজিত ছিলেন তিনি নিজেও।
দক্ষিণ আফ্রিকার হয়ে দুটি করে উইকেট নেন লুঙ্গি এনগিদি, মার্কো জেনসন, কাগিসো রাবাদা।