বিশ্বকাপের মঞ্চে বিরাট কোহলিকে ছাপিয়ে গেলেন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার। কিউইদের বিরুদ্ধে ৮১ রান করে এই নজির তৈরি করলেন অজি ওপেনার। বিশ্বকাপে ৩১টি ইনিংস খেলে বিরাটের রান ১৩৮৪। ২৩টি ইংনিস খেলে ১৪০০ রানের মাইল ফলক ওয়ার্নারের।
এদিকে ধর্মশালায় নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩৮৯ রানের টার্গেট রাখল অস্ট্রেলিয়া। বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নেমে শতরান অজি ওপেনার ট্রাভিস হেডের। ১০৯ রান আউট হন হেড। নিউজিল্যান্ডের হয়ে তিনটি করে উইকেট ট্রেন্ট বোল্ট এবং গ্লেন ফিলিপস।
দিল্লিতে ম্যাড-ম্যাক্স ঝড় উঠলেও, হিমাচলেও তার একটা ঠান্ডা হাওয়া বয়ে গেল। এই ম্যাচে ২৪ বলে ৪১ রান করে আউট হলেন গ্লেন ম্যাক্সওয়েল। গত ম্যাচে বড় স্কোরের পর কিউইদের বিরুদ্ধে ফের ব্যর্থ অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক স্টিভ স্মিথ।