দ্বিতীয় ম্যাচেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে হার বাংলাদেশের। ৪২ বল বাকি থাকতেই ৮ উইকেটে জিতল কিউয়ি ব্রিগেড। অধিনায়ক কেন উইলিয়ামসন ৭৮ রান করে রিটায়ার্ড হার্ট হন। ৮৯ রান করেন ড্যারিল মিচেল। কিউয়ি শিবিরের হয়ে তিন উইকেট তুলে নেন লকি ফার্গুসন।
এদিন টসে জিতে বাংলাদেশকে প্রথমে ব্যাট করতে পাঠান কেন উইলিয়ামসন। শুরুতেই উইকেট হারাতে শুরু করে বাংলাদেশ। সাকিব আল হাসান, মুসফিকর রহিম ও মাহমাদুল্লার ব্যাটিংয়ে ৯ উইকেটে ২৪৫ রান তোলে বাংলাদেশ।
আরও পড়ুন: নেতৃত্ব হারাতে ভয় পান না, ভারতের বিরুদ্ধে নামার আগে বাবরের গলায় কেন এমন সুর!
জবাবে ব্যাট করতে নেমে ওপেনার রচিন রবীন্দ্রকে মাত্র ৯ রানে ফেরান মুস্তাফিজুর রহমান। অন্য ওপেনার ডেভন কনওয়ে করেন ৪৫ রান। কেন উইলিয়ামসন ও ড্যারিল মিচেলের পার্টনারশিপেই ম্য়াচ বের করে নেয় নিউজিল্যান্ড।