বুধবার বিশ্বকাপে আফগানিস্তানের বিরুদ্ধে ৬ উইকেট হারিয়ে ২৮৮ রান তুলল নিউজিল্যান্ড। নবীন উল হক ও আজমাতুল্লাহ ওমরজাই দুটি করে উইকেট নেন। অধিনায়ক টম লাথাম ও গ্লেন ফিলিপসের পার্টনারশিপে বড় রান কিউয়ি ব্রিগেডের।
এদিন চেন্নাইয়ে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত আফগানিস্তানের। প্রথমে ওপেনার ডেভন কনওয়েকে ফেরান মুজিব। কিন্তু হাফসেঞ্চুরি করেন অন্য ওপেনার উইল ইয়ং। রচিন রবীন্দ্রকে ৩২ রানে ফেরান ওমারজাই। ড্যারিল মিচেলও মাত্র ১ রানে আউট হন। এখান থেকেই খেলা ধরে নেন টম লাথাম ও গ্লেন ফিলিপস। ৭১ রান করেন ফিলিপস। ৬৮ রান করেন ক্যাপ্টেন লাথাম।