বৃহস্পতিবার বিশ্বকাপের চতুর্থ ম্যাচ খেলতে নামবে ভারত । প্রতিপক্ষ বাংলাদেশ । প্রথম থেকেই দুরন্ত ফর্মে রয়েছে টিম ইন্ডিয়া । প্রথম তিনটি ম্যাচেই জয় নিশ্চিত করেছেন রোহিতরা । শাকিবদের বিরুদ্ধে জয় নিয়ে আশাবাদী রোহিত ব্রিগেড । যদিও, বাংলাদেশকে শক্তিশালী প্রতিপক্ষ বলেই মনে করছে টিম ইন্ডিয়া । তাই আত্মবিশ্বাসী হলেও, আত্মতুষ্ট হতে রাজি নন বিরাটরা । এদিকে, ভারত-বাংলাদেশ ম্যাচের দিন কেমন থাকবে পুনের ওয়েদার ? বৃষ্টির পূর্বাভাস কী থাকছে ?
অ্যাকু ওয়েদারের রিপোর্ট অনুযায়ী, ১৯ অক্টোবর, পুনেতে বৃষ্টির সম্ভাবনা নেই । সকালের দিকে তাপমাত্রা ৩০ ডিগ্রির উপরে থাকতে পারে । তবে, সূর্যাস্তের পর আবহাওয়া মনোরম থাকবে বলে জানা গিয়েছে । সেক্ষেত্রে, ভার-বাংলাদেশ ম্যাচ ভাল ভাবেই উপভোগ করতে পারবেন দর্শকরা ।
বৃহস্পতিবার বিশ্বকাপে চতুর্থ ম্যাচে বাংলাদেশকে হারাতে পারলেই, সেমিফাইনালের রাস্তা অনেকটা প্রশস্ত করে ফেলবে টিম ইন্ডিয়া । এদিকে, বিশ্বকাপে শুরুটা জয় দিয়ে শুরু করলেও, পরের দু'টি ম্যাচে হেরে গিয়ে কিছুটা ব্যাকফুটে চলে গিয়েছেন শাকিবরা । এবার ভারতের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়ানোর জন্য মরিয়া লড়াই করবে বাংলাদেশ ।