জোড়া শতরানের বদলা জোড়া শতরানে। রেকর্ড রান তাড়া করে বিশ্বকাপে দুরন্ত জয় পাকিস্তানের। মঙ্গলবার হায়দরাবাদে শ্রীলঙ্কার ৩৪৪ রান তাড়া করতে নেমে পাকিস্তান জিতল মূলত আবদুল্লা শফিক এবং মহম্মদ রিজওয়ানের জোড়া শতরানের ভিতে।
বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নেমে শফিকের অবদান ১০৩ বলে ১১৩ রান। দ্বিতীয় পাক উইকেট-কিপার ব্যাটার হিসাবে বিশ্বকাপে শতরান করলেন মহম্মদ রিজওয়ান। এক ম্যাচে চারটে শতরান। বিশ্বকাপে যা নজির হয়ে রইল।
আরও পড়ুন : মালানের ব্যাট আর টপলের বল, বাংলাদেশকে ১৩৭ রানে হারাল ইংল্যান্ড
রান তাড়ার এই খেলায় এদিন খুব দ্রুতই ইমানকে হারিয়েছিল পাকিস্তান। ফকর জামানের জায়গায় এই ম্যাচে সুযোগ পেয়েছেন শাফিক। যার পুরো সদ ব্যবহার করলেন এই পাক ক্রিকেটার। বিশ্বকাপের অভিষেক ম্যাচে তাঁর শতরান সাজানো রইল ১০টি চার ও তিনটি ওভার বাউন্ডারিতে।
দুই উইকেটে ৩৭ থেকে পাকিস্তানকে হায়দরাবাদের মাটিতে স্বপ্নের এই জয় এনে দেওয়ার অন্যতম কারিগড় মহম্মদ রিজওয়ান। ১২০ বলে ১৩০ রানে অপরাজিত এই পাক উইকেটকিপার ব্যাটার। ১০ বল বাকি রেখে ভারতের বিরুদ্ধে মাঠে নামার আগে শ্রীলঙ্কাকে হারিয়ে দিল পাকিস্তান। বিশ্বকাপের মঞ্চে এই নিয়ে আটবার পাকিস্তানের কাছে হারল শ্রীলঙ্কা।