১০০ ওভারের ম্যাচে ৬৮৯ রান। ১৩ উইকেট। চুম্বকে পাক-শ্রীলঙ্কা ম্যাচের এটাই নির্যাস। বিশ্বকাপের মঞ্চে রেকর্ড রান তাড়া করে হায়দরবাদে জিতছে পাকিস্তান। ম্যাচ শেষে অন্য মেজাজেই পাওয়া গেল পাক অধিনায়ক বাবর আজমকে।
ম্যাচের শেষে মাঠকর্মীদের সঙ্গে ছবি তুললেন পাক অধিনায়ক। আবদার মেটাতে তাঁদের দিলেন পাকিস্তানের জার্সি। মাঠকর্মীদের কাজে খুশি বাবর। পাক অধিনায়ক জানিয়েছেন, শ্রীলঙ্কার বিরুদ্ধে এক স্বপ্নের ক্রিকেটে তাঁর দল।
আরও পড়ুন : কলম্বোর বদলা, শফিক-রিজওয়ানের শতরানে বিশ্বকাপে লঙ্কা জয় পাকিস্তানের
এবারের বিশ্বকাপে হায়দরাবাদকে কার্যত তাঁদের ঘরের মাঠ বলেই দাবি করেছিলেন বাবর আজম। রাজীব গান্ধী স্টেডিয়ামের মাঠকর্মীদের কাজে খুশি পাক অধিনায়ক। বাবরের দাবি, সন্ধ্যার পর থেকে স্পিন নয়, পিচ আরও ফ্ল্যাট হয়ে গিয়েছিল। তাতে রান করতে সুবিধা হয়েছে।