বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরেও, রাজার সম্মান পেলেন পাক ক্রিকেট দলের অধিনায়ক বাবর আজম। লাহোর বিমানবন্দরে তাঁর সঙ্গে ছবি তোলার জন্য ভক্তদের ভিড়। তার থেকেই শুরু হল হুলস্থূল ঘটনা। শেষ পর্যন্ত কড়া পুলিশি পাহাড়ায় পাক অধিনায়ককে বিমানবন্দর থেকে বার করে নিয়ে যাওয়া হয়।
গত শনিবার ইডেনে বিশ্বকাপের শেষ ম্যাচ খেলছে পাকিস্তান। ইংল্যান্ডের কাছে ৯৩ রানে হেরে এবারও টুর্নামেন্টের পাঁচ নম্বর দল হিসাবে শেষ করেছেন বাবর আজমরা। পাক ক্রিকেট বোর্ড ইতিমধ্যেই ইঙ্গিত দিয়েছে, দলে আমুল পরিবর্তন হবে। তার আগে দেশে ফিরে রাজার সম্মান পেলেন বাবর।
আরও পড়ুন : বিশ্বকাপের ব্যর্থতা, অধিনায়ক শাকিবের অপসারণ চেয়ে আইনি চিঠি
ওয়াকিবহাল মহলের মতে, এই ঘটনা প্রমাণ করে, মানসিকতা বদলাচ্ছে পাক যুব সমাজের। আগে বিশ্বকাপ থেকে ব্যর্থ হয়ে পাক ক্রিকেটাররা দেশে ফিরলে তাঁদের বিক্ষোভের সামনে পড়তে হয়েছে। কিন্তু বাবরের হাত ধরে সেই ছবি এবার পাল্টালো লাহোরে।