শেষবার ২০১৬ সালে ভারতে T20 বিশ্বকাপ খেলতে এসেছিল পাকিস্তান। ৭ বছরে অনেক কিছু হয়ে গিয়েছে। আহমেদাবাদের দর্শকদের উচ্ছ্বাসে বিরক্ত হয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। আইসিসি-কে সরাসরি নালিশ করে তাঁরা। কিন্তু আইসিসি কোনও আগ্রহই দেখায়নি। এবার উল্টো সুর পাক অধিনায়ক বাবর আজমের গলায়। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামার আগে বাবর জানালেন, এখনও পর্যন্ত ভারতের পরিবেশ নিয়ে তাঁদের অভিজ্ঞতা বেশ ভাল।
আহমেদাবাদে ভারতের বিরুদ্ধে ম্যাচ নিয়ে একগুচ্ছ অভিযোগ ছিল পাকিস্তানের। এদিন বাবর জানালেন, তাঁরা প্রথমবার ভারতে খেলতে এসেছেন। এখানকার প্রত্যেক মাঠের পরিবেশ আলাদা। তাই সব জায়গায় খেলা উপভোগ করার চেষ্টা করছে তাঁর দল। এখনও পর্যন্ত তাঁদের ভারত সফরের অভিজ্ঞতা ভাল।
এবার বিশ্বকাপে ভারতে এসেই প্রথমে হায়দরাবাদে ওঠে পাকিস্তান দল। নিজামের শহরের আতিথেয়তা পেয়ে মুগ্ধ হয় পাকিস্তানের ক্রিকেটাররা। মাঠে সমর্থনও পান তাঁরা। কিন্তু আহমেদাবাদে দর্শকদের একাংশের বিদ্রুপের মুখে পড়তে হয় বলে অভিযোগ ওঠে। এবার বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হাইভোল্টেজ লড়াই। ভারতের হারের ক্ষত শোকাতে, এই ম্যাচে নিজেদের নিংড়ে দিতে চান বাবররা।