বিশ্বকাপে অন্যতম সেরা বোলার হয়ে এসেছিলেন। দল বারবার হারলেও তাঁর পারফরম্যান্স কিন্তু কথা বলছে। শনিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে নামার আগে তাঁর উইকেট সংখ্যা ১৬। ১৮ উইকেট নিয়ে শীর্ষে শ্রীলঙ্কার মদুশঙ্ক। তবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে নামার আগে শাহিন জানালেন, এখনও শেষ চারে যাওয়ার সুযোগ আছে তাঁদের।
ওয়াকার ইউনিস নন, ওয়াসিম আক্রমও নন। শাহিন আফ্রিদির কাছে পাকিস্তানের হিরো শাহিদ আফ্রিদি। পাকিস্তানের প্রাক্তন অধিনায়কের মেয়েকে বিয়ে করেছেন। জিও স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে শাহিন জানান, শাহিদ আফ্রিদি তাঁকে সব সময় টিপস দেন। তাঁর কাছে নায়ক শাহিদই।
ইডেনে চার ম্যাচে হারের পর বাংলাদেশের বিরুদ্ধে ফিরে এসেছে পাকিস্তান। শাহিনের মতে, এখনও পাকিস্তান শেষ চারের আশা ছাড়েনি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্রুত ম্যাচ জিতে নেট রানরেট বাড়াতে চায় পাকিস্তান। আফ্রিদি জানান, গত কয়েকম্যাচে খারাপ ফিল্ডিং হয়েছে। ক্যাচ মিস হয়েছে। সেই ভুল নিউজিল্যান্ডের বিরুদ্ধে করতে চান না আফ্রিদি।