বিশ্বকাপের আগে ভারতে আসা নিয়ে সমস্যায় পড়েছিলেন পাকিস্তানের ক্রিকেটাররা। আইসিসি-কে চিঠি লিখেই সমাধান হয়। হায়দরাবাদে ইতিমধ্যে একটি ওয়ার্ম আপ ম্যাচ খেলে ফেলেছেন পাকিস্তান। এখনও ভারতে আসতে পারেননি পাকিস্তানের সাংবাদিক, সমর্থকদের একাংশ। শনিবার এই নিয়ে ফের আইসিসি-কে চিঠি লিখল পাকিস্তান ক্রিকেট বোর্ড।
৫ অক্টোবর থেকে বিশ্বকাপ শুরু হয়ে যাবে। ৬ অক্টোবর নেদারল্যান্ডসের বিরুদ্ধে প্রথম ম্যাচ পাকিস্তানের। সমর্থক ও সাংবাদিকদের ভিসা পাস করানোর আবেদন করে আইসিসিকে এবার আবেদন করল পিসিবি। জানা গিয়েছে, পাকিস্তান থেকে প্রায় ৫০ জন সাংবাদিকের বিশ্বকাপ উপলক্ষে ভারতে আসার কথা।
বিসিসিআই সূত্রে খবর, বিদেশমন্ত্রকের পক্ষ থেকে সাংবাদিকদের নাম জানতে চাওয়া হয়েছে। সেই আবেদন বিদেশমন্ত্রক মঞ্জুর করলেই তাঁদের অ্যাক্রিডিয়েশন পাশ করাবে বিসিসিআই। আইসিসি-কে চিঠি লিখে পিসিবি জানিয়েছে, ভিসা না পাওয়ায় সমর্থক ও সাংবাদিকরা হতাশ। আইসিসি যেন বিষয়টি খতিয়ে দেখে।