বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে ভারতীয় বোলারদের (ICC ODI World Cup 2023) সামনে দাঁড়াতেই পারল না কোনও পাক ব্যাটসম্যান। আহমেদাবাদের নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে (Narendra Modi Cricket Stadium) ৪২.৫ ওভারে ১৯১ রানে অলআউট বাবর ব্রিগেড (India Pakistan Clash 2023)। অধিনায়ক নিজে হাফসেঞ্চুরি করেন। কিন্তু সিরাজের ডেলিভারিতে বোল্ড হয়ে ফেরেন। মহম্মদ রিজওয়ানকে বোল্ড করেন জসপ্রীত বুমরা।
এদিন টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। আহমেদাবাদে কোনও বৃষ্টির সম্ভাবনা ছিল না। এই পিচে পাকিস্তানকে আগে ব্যাট করতে পাঠানোর সিদ্ধান্ত যে কতটা সঠিক ছিল রোহিতের, তা প্রমাণ হয়ে যায়। ম্যাচের সর্বাধিক পার্টনারশিপ মহম্মদ রিজওয়ান ও বাবর আজমের। ১০৩ বলে ৮২ রান তোলেন তাঁরা।
আরও পড়ুন: বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে ভারতের প্রথম একাদশে ৪ 'ঘরের ছেলে', কারা তাঁরা
১৫৫ রানে আউট হয়ে ফেরেন বাবর আজম। এরপর ১৯১ রানেই শেষ হয় পাকিস্তানের ইনিংস। ভারতের হয়ে ২টি করে উইকেট নিয়েছেন বুমরা, সিরাজ, হার্দিক, কুলদীপ ও জাদেজা।