৬.৪ ওভারে টার্গেট ৩৩৮ রান। ইডেনে এই স্কোর করতে পারলে, তবে বিশ্বকাপের ফাইনালে উঠবে পাকিস্তান। তাই তাদের ব্যাট করতে নামার আগেই আইসিসির ঘোষণা, মুম্বইয়ে প্রথম সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। দ্বিতীয় সেমিফাইনালে কলকাতায় খেলবে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা।
টস হেরেই বিশ্বকাপ থেকে কার্যত ছিটকে গিয়েছিল পাকিস্তান। ইডেনের এবার তাদের সামনে ৩৩৮ রানের টার্গেট রাখল গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড। এদিন টস জিতে ব্যাট করতে নেমে পাকিস্তানের বিরুদ্ধে ৩৩৭ রান করে ইংল্যান্ড। ৭৬ বলে ৮৪ রান করে আউট হন বেন স্টোকস। ৭২ বলে ৬০ রান জো রুটের। শেষ বেলায় হ্যারি ব্রুকসের ক্যামিও পাকিস্তানের সানে বড় রানের টার্গেট ঝুলিয়ে দেন। আইপিএলের ম্যাচে এই ইডেনে শতরান করেছিলেন ব্রুকস। এই ম্যাচে তাঁর অবদান ১৭ বলে ৩০ রান।
পাকিস্তানের হয়ে তিনটি উইকেট হ্যারিস রউফের। দুটি করে উইকেট শাহিন শাহ আফ্রিদি এবং মহম্মদ ওয়াসিমের।