জোহানেসবার্গের ওয়ান্ডার্সে ২০০৩ বিশ্বকাপ ফাইনালে সৌরভ গঙ্গোপাধ্যায় টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন। সেই রোমাঞ্চকর ম্যাচে রান তাড়া করতে ব্যর্থ হয়ে হারতে হয় টিম ইন্ডিয়াকে। ২০ বছর পর প্যাট কামিন্স আহমেদাবাদে টসে জিতে যখন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন, ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করেছিলেন, সৌরভের পথে হেঁটে ভুলই করলেন কামিন্স।
আহমেদাবাদের স্লো-টার্নার উইকেটের সঙ্গে মিল ছিল জো'বার্গের উইকেটেরও। ভারতের মতো শক্তিশালী টিমকে আগে ব্যাট করতে পাঠানোয় খুশি ছিলেন না অস্ট্রেলিয়ার শিবিরেরও অনেকেই। ২৪০ রান তোলাও ওই পিচে কঠিন ছিল। ম্যাচের পর সেই প্রসঙ্গেই যাননি কামিন্স। জানিয়ে দিয়েছেন, ড্রাই উইকেট ছিল, তাই বল করতে চেয়েছিলেন তিনি। শিশিরও বড় ভূমিকা নিয়েছিল এই মাঠে।