পাঁচবার ক্রিকেট বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল অস্ট্রেলিয়া। এবার ইডেন গার্ডেন্সে সেমিফাইনালে মুখোমুখি দক্ষিণ আফ্রিকা। অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স মনে করছেন, এই সেমিফাইনালে তাঁদের মানসিকতায় চরম পেশাদারিত্বই থাকবে। কঠিন লড়াই হবে এই ম্যাচে, মনে করছেন অজি অধিনায়ক।
এবার প্রথম ওয়ানডে বিশ্বকাপে দলকে নেতৃত্ব দিচ্ছেন প্যাট কামিন্স। সেমিফাইনালের মতো ম্যাচে টিমের মানসিকতা নিয়ে প্রশ্ন করা হয়েছিল অস্ট্রেলিয়ার অধিনায়ককে। তিনি জানান, এই ধরনের ম্যাচের মানসিকতা সব সময় রোমাঞ্চকর হয়। তাই খুব বেশি মানসিক চাপ নেওয়া উচিত নয়। গত কয়েক সপ্তাহ যেমন চলেছে, সেটাই চলতে দেওয়া উচিত বলে মনে করছেন কামিন্স।
এই প্রথম বিশ্বকাপের নকআউটের মঞ্চে দলকে নেতৃত্ব দেবেন প্যাট কামিন্স। ১৯৯৯ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেমিফাইনালে নেমেছিল অস্ট্রেলিয়া। কামিন্স মনে করছেন, এবার তাঁরা অনেকটাই আত্মবিশ্বাসী।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সাম্প্রতিক ফলাফল কিন্তু ভাল নয় অস্ট্রেলিয়া। কামিন্স জানালেন, এটা বিশ্বকাপের সেমিফাইনাল। এই মঞ্চে দাঁড়িয়ে আগের ম্যাচের ফলাফল প্রভাব ফেলবে না বলেই মনে করছেন অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্স।