আহমেদাবাদে পাকিস্তানি (India Pakistan Match) ক্রিকেটারদের সঙ্গে ভারতীয় সমর্থকদের (Indian Fans) আচরণ নিয়ে এবার আইসিসি-র কাছে তিন অভিযোগ জমা দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB)। এই ম্যাচে ভারত ৭ উইকেটে হারায় বাবর ব্রিগেডকে। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে সমর্থকদের আচরণ নিয়ে আইসিসি-কে লিখিত অভিযোগ জানাল পিসিবি।
ভারত-পাকিস্তান ম্যাচে টসের সময় বাবর আজম কথা বলতে আসেন। তখন সমর্থকরা তাঁকে উদ্দেশ্য করে ব্যাঙ্গাত্মক শিস দেয়। পিসিবির অভিযোগপত্রে সরাসরি বিসিসিআইয়ের দিকেও আঙুল তোলা হয়েছে। বলা হয়েছে, তাঁদের সমর্থক ও সাংবাদিকদের ভিসা আটকে রাখা হয়েছে। তৃতীয় অভিযোগে পিসিবি দাবি করেছে, মহম্মদ রিজওয়ান আউট হয়ে প্যাভিলিয়ানে ফেরার সময় জয় শ্রীরাম স্লোগান দিয়েছেন সমর্থকরা।
আরও পড়ুন: ভারত-পাক দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে উচ্ছ্বসিত নন গম্ভীর! কী বললেন বিজেপি সাংসদ?