রবিবার বিশ্বকাপ ফাইনাল। পাঁচবারের বিশ্বজয়ী টিম অস্ট্রেলিয়া। ভারতের মাটিতে এক লক্ষ ৩০ হাজার দর্শকাসনের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে নামলে কি বুক কেঁপে উঠবে তাঁদের। এসব নিয়ে ভাবছেই না প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়নরা। অধিনায়ক প্যাট কামিন্স জানিয়ে দিলেন, ফাইনালে টস কিন্তু গুরুত্বপূর্ণ নয়। পিচ বিতর্কেও জল ঢাললেন তিনি।
শুক্রবার রাতেই আহমেদাবাদে পৌঁছেছে অস্ট্রেলিয়া। এদিন অনুশীলনে নামার আগে পিচ পরিদর্শন করেন অধিনায়ক প্যাট কামিন্স। অধিনায়কের মতে, এই পিচ আগে অনেকবার ব্যবহার হয়েছে। কিন্তু ভাল পিচ। মিচেল স্টার্ক ও জোশে হ্যাজেলউডের সুবিধা হবে। পিচ দুই টিমের জন্যই সমান আচরণ করবে, তা মনে করাতে ভোলেননি কামিন্স।
ফাইনালের আগে অস্ট্রেলিয়া টিমে কোনও ক্রিকেটারের চোট নেই। এই টিমে ২০১৫ বিশ্বকাপ টিমেরও কিছু সদস্য আছেন। তাঁদের অভিজ্ঞতাও গুরুত্বপূর্ণ। পাকিস্তান ম্যাচে সমর্থন একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছিল। এদিনও ফাইনালে লক্ষাধিক ভারতীয় দর্শক যখন গলা ফাটাবেন, সেই শব্দব্রহ্ম সামলানো যে কোনও ক্রিকেটারের কাছেই কঠিন। কিন্তু অধিনায়ক প্যাট কামিন্স জানালেন, ভারতে তাঁরা নতুন খেলছেন না। ফাইনালে একতরফা সমর্থন থাকবে। সেটা ধরে নিয়েই কামিন্স জানালেন, তাঁরা ভারতে নতুন খেলছেন না। জানেন, সেসব উপেক্ষা করে কীভাবে খেলতে হয়।