ODI Cricket WC 2023 : 'ওদের দিকে তাকানো যাচ্ছিল না', কীভাবে রোহিতদের সামলালেন কোচ রাহুল দ্রাবিড় ?

Updated : Nov 20, 2023 16:10
|
Editorji News Desk

একমাসের বেশি সময় ধরে চলা ক্রিকেট বিশ্বকাপে দারুণ দারুণ ম্যাচ উপহার দিয়েছে ভারত । দুরন্ত ফর্মে ছিলেন ব্যাটার থেকে বোলার । ভারতীয় দলের আগে জুড়ে গিয়েছিল অপ্রতিরোধ্য বিশেষণ । বিশ্বকাপের একএকটা ম্যাচ শেষ হয়েছে, তারপরই সাজঘরে হয়েছে সেলিব্রেশন, অ্যাওয়ার্ড সেরেমনি কত কী । কিন্তু, ফাইনালের পর বদলে যায় ছবিটা । সাজঘরে শুধুই নিস্তব্ধতা, দীর্ঘশ্বাস...আর চোখের জল । রোহিত, কোহলিদের মুখের দিকে তাকাতে পারছিলেন না কোচ রাহুল দ্রাবিড় । সেই দমবন্ধকর পরিস্থিতিতে কী করেছিলেন রাহুল, নিজেই জানালেন সেকথা ।

ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড় জানিয়েছেন, সাজঘরে প্রায় সবাই ছিল । বেশ কিছু ক্ষণ কোনও কথা ছিল না । মাথা নিচু করে বসেছিলেন সবাই । রোহিতকে দেখে ভীষণ হতাশ লাগছিল । কেউই নিজেকে স্বাভাবিক রাখতে পারছিল না । ছেলেরা সত্যিই প্রচুর পরিশ্রম করেছিল। সকলে প্রচুর ত্যাগস্বীকার করেছে। তার পর এমন ফলাফল মেনে নেওয়া ভীষণ কঠিন। আর কোচ হয়ে সাজঘরের এমন পরিবেশ নিতে পারছিলেন না কোচ । তাই, মানসিকভাবে বিধ্বস্ত খেলোয়াড়দের ছেলের মতো আগলেছেন । মাথায় হাত বুলিয়ে দিয়েছেন । সান্ত্বনা দিয়েছেন । ভবিষ্যতের জন্য তৈরি হওয়ার কথা বলেছেন ।

ভারতীয় ড্রেসিংরুমে হতাশার মাঝেও পরিবেশ হালকা রাখতে অ্যাওয়ার্জ সেরেমনি হয় । বেস্ট ফিল্ডারের মেডেল জেতেন বিরাট কোহলি । একটি ভিডিওতে দেখা যায়, ফিল্ডিং কোচ দিলীপ ড্রেসিংরুমে বলছেন, এটা মেনে নেওয়া কঠিন। যন্ত্রণা অনুভব করছেন তিনি। কিন্তু এটাই জীবন। রোহিতদের তিনি জানান, টিম সবকিছু ঠিকঠাক করেছে। তবু ফলাফল পক্ষে আসেনি। 

Rahul Dravid

Recommended For You

editorji | খেলা

Ravichandran Ashwin: দেশে ফিরেই সংবর্ধনায় ভাসলেন, অশ্বিনের কেরিয়ারের সেরা পাঁচ মুহূর্ত

editorji | খেলা

Rohit Sharma : ব্রিসবেনে চরম ভুল রোহিতের ! অশ্বিনের অবসরের পর কি বললেন ভারত অধিনায়ক ?

editorji | খেলা

India vs Australia: ব্রিসবেনে ভিলেন বৃষ্টি, গাব্বায় প্রাপ্তি বাংলার আকাশদীপ

editorji | খেলা

Ravichandran Ashwin : ব্রিসবেন থেকে ব্যাড নিউজ, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর অশ্বিনের

editorji | খেলা

Isha Guha : বুমরাকে 'বাঁদর' বলে দুঃখিত ইশা, নেট পাড়ায় তীব্র প্রতিক্রিয়া