অষ্টমীর ধর্মশালায় কেমন থাকবে আবহাওয়া। রবিবার বিশ্বকাপে ভারত-নিউজিল্যান্ড ম্যাচে কী বাধা হবে বৃষ্টি ? হিমাচলের হাওয়া অফিসের পূর্বাভাস, সন্ধ্যায়র দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনকী রাত বাড়লে বৃষ্টি বাড়বে বলেই পূর্বাভাস দেওয়া হয়েছে। আগের দিন খারাপ আবহাওয়ার জন্য প্রায় দু ঘণ্টা দেরিতে শুরু হয়েছিল নেদারল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচ।
২০০৩ সালে বিশ্বকাপের মঞ্চে শেষবার কিউইদের হারিয়েছিল ভারত। তারপর বিশ বছর পার। আইসিসির কোনও টুর্নামেন্ট আর জিততে পারেনি ভারত। সেই মিথ ভাঙতে অষ্টমীর দুপুরে ধর্মশালায় মাঠে নামবেন রোহিত শর্মারা। চার বছর আগে ধোনির রান আউটে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছিল ভারত।
বিশেষজ্ঞদের মতে, এই ম্যাচ ভারতের মাটিতে বিশ্বকাপের অন্যতম টার্নিং পয়েন্ট হতে পারে। কারণ, এই ম্যাচ জিতবে, তারাই এগিয়ে যাবে সেমিফাইনালের দিকে। পয়েন্টের নিরিখে এখন একই বিন্দুতে ভারত ও নিউজিল্যান্ড। দু দেশই আট পয়েন্ট পেয়েছে। রানরেটে এগিয়ে শীর্ষে কিউইরা।