ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির টিপস নিয়েই বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামছেন আফগান ক্রিকেটার রশিদ খান। ধোনির সঙ্গে নিজের ছবি সোশাল মিডিয়া পোস্টও করেছেন রশিদ। এই বিশ্বকাপে ইংল্যান্ডকে হারানোর পিছনে বড় ভূমিকা ছিল রশিদের।
ক্যাপশনে রশিদ লিখেছেন, মাহি ভাই সবসময় অনুপ্রেরণা দেন। ২০১৫ সালে বিশ্বকাপে প্রথম জিতেছিল আফগানিস্তান। অস্ট্রেলিয়ার মাঠে তারা হারিয়েছিলেন স্কটল্যান্ডকে। কিন্তু এবার ইংল্যান্ডকে হারানো যেন স্পেশাল রশিদের কাছে। এই ম্যাচে তিনটি উইকেট নেন আফগান স্পিনার।
চেন্নাইয়ে এই ম্যাচ খেলতে ইতিমধ্যে পৌঁচ্ছে গিয়েছে পাকিস্তান। অস্ট্রেলিয়ার কাছে হেরে এই ম্যাচ খেলতে নামবে পাকিস্তান।