ঘরের মাঠে বিশ্বকাপে সেরা পাঁচ বোলারের তালিকায় এখনও নেই কোনও ভারতীয়। তবুও ভারতের এই বোলিং আক্রমণকে গত পাঁচ দশকের সেরা বলেই অভিহিত করলে প্রাক্তন কোচ রবি শাস্ত্রী। তাঁর মতে, বুমরা-শামি-সিরাজের সঙ্গে জাডেজা-কুলদীপ। এই কম্বিনেশন এক বিপক্ষের ত্রাস। শাস্ত্রীর মতে, একদিনের ক্রিকেট তো বটেই, এমনকী ভারতের টেস্ট ক্রিকেটের ইতিহাসেও এই কম্বিনেশন গত পাঁচ দশকে আসেনি।
সোশাল মিডিয়ার এক অনুষ্ঠানে শাস্ত্রী জানিয়েছেন, এবার যদি ভারত বিশ্বকাপ না পায়, তা হলে সেটা হবে দুঃখজনক। কারণ, পরের বিশ্বকাপ জেতার জন্য আরও ১২ বছর অপেক্ষা করতে হবে টিম ইন্ডিয়াকে। কিন্তু কেন ১২ বছর অপেক্ষা করতে হবে, সেই ব্যাখা অবশ্য দেননি ভারতের প্রাক্তন কোচ।
আরও পড়ুন : বুধবার হারলেই সব শেষ, আত্মতুষ্টিতে ভুগতে নারাজ রোহিতদের হেডস্যার দ্রাবিড়
যাইহোক, বুধবার ভাইফোঁটার দুপুরে বিশ্বকাপের সেমিফাইনাল। ভারত খেলবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। চার বছর আগে এই কিউইরা ধোনিকে রান আউট করে দিয়ে বিশ্বকাপ থেকে ভারতকে ছুটি করে দিয়েছিল। আর এবার?