ফাইনালের আগে শুক্রবারই অনুশীলন টিম ইন্ডিয়ার। ঐচ্ছিক অনুশীলনে সব ক্রিকেটার যোগ দেননি। পিচ পরিদর্শন করেন কোচ রাহুল দ্রাবিড় ও অধিনায়ক রোহিত শর্মা। তবে অনুশীলনে নজর কাড়়লেন রবিচন্দ্রন অশ্বিন। চেন্নাইয়ে বিশ্বকাপের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নেমেছিলেন রবিচন্দ্রন অশ্বিন। গোটা টুর্নামেন্ট মাঠের বাইরে। ফাইনালে ফের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। অধিনায়ক রোহিত কি ফাইনালে তাঁকে ফেরাবেন!
সেমিফাইনালে দলে কোনও পরিবর্তন করেনি টিম ইন্ডিয়া। ফাইনালের মতো ম্যাচে অশ্বিনকে আনা ঝুঁকি হতে পারে বলে মনে করা হচ্ছে। কিন্তু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অশ্বিনের পরিসংখ্যানের দিকে তাকালে, এই ঝুঁকি নিতেই পারে টিম ইন্ডিয়া। শুক্রবার ৬ ক্রিকেটার অনুশীলনে যোগ দেন। কে এল রাহুল, রবীন্দ্র জাদেজা, ইশান কিষাণ, প্রাসিদ কৃষ্ণা, রোহিত শর্মার সঙ্গে ছিলেন রবিচন্দ্রন অশ্বিন।