সেমিফাইনাল নিশ্চিত করলেও বিশ্বকাপের সবথেকে হাইভোল্টেজ ম্যাচ। ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি রোহিত ব্রিগেড। বিধ্বংসী মেজাজে থাকা দক্ষিণ আফ্রিকা। ওয়াংখেড়েতে জিতেই রোহিত ইডেন ম্যাচ নিয়ে মুখ খুললেন। জানালেন, দক্ষিণ আফ্রিকা ভাল খেলছে। ইডেনে জমজমাট লড়াই দেখার জন্য তৈরি থাকবেন ক্রিকেটপ্রেমীরা।
এদিকে ওয়াংখেড়েতে ম্যাচের সেরা হয়ে এবার ঘরের মাঠ ইডেনে খেলতে নামছেন মহম্মদ শামি। এবারের বিশ্বকাপ স্বপ্নের মতো। ম্যাচের পর শামি জানালেন, পেসারদের ধারাবাহিকতা ধরে রাখাই সবথেকে বেশি জরুরি। প্রত্যেকে একে অন্যের সাফল্য উপভোগ করছেন। টিম হিসেবে লড়াই হচ্ছে, জানালেন শামি।
আরও পড়়ুন: ইডেনে নামার আগেই শেষ চারে টিম ইন্ডিয়া, দক্ষিণ আফ্রিকাকে হারানোই এবার চ্যালেঞ্জ রোহিতদের
রবিবার শেষ চারে প্রবেশ করেই প্রথম ম্যাচ খেলতে নামবে টিম ইন্ডিয়া। পয়েন্ট টেবিলে ৭ ম্যাচ জিতে ১৪ পয়েন্ট তুলে নিয়েছে টিম। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হারলেও তেমন কোনও প্রভাব পড়বে না। শেষ ম্যাচে ভারতের প্রতিপক্ষ নেদারল্যান্ডস। কিন্তু ইডেনে জিতে এক নম্বরে শেষ করতে চাইছে রোহিত ব্রিগেড।