বিশ্বকাপে শনিবার মহারণ। নামছে ভারত-পাকিস্তান। ওয়ানডে বিশ্বকাপে এখনও পর্যন্ত ভারতকে হারাতে পারেনি পাকিস্তান। এবার আহমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ঘরের মাঠে বিশ্বকাপে মুখোমুখি হবে ভারত পাকিস্তান। তবে ভারতের বিরুদ্ধে নামার আগে আত্মবিশ্বাসী পাক অধিনায়ক বাবর আজম। জানালেন, পুরনো রেকর্ড নিয়ে ভাবতে রাজি নন তাঁরা।
এদিকে ঘরের মাঠে পাকিস্তানের বিরুদ্ধে হারলে সমর্থকদের চাপ বাড়বে। তবে খোশ মেজাজে ভারত অধিনায়ক রোহিত শর্মা ও রাহুল দ্রাবিড়। ব্যাটিং কোচ বিক্রম রাঠৌরকে সঙ্গে নিয়ে অধিনায়ক ও কোচ আহমেদাবাদের রেস্তোরায় ঘুরে এলেন। সোশ্যাল মিডিয়ায় এখন সেই ছবি ভাইরাল। জানা গিয়েছে, আহমেদাবাদের হাউজ অফ এমজি নামে এক রেস্তোরাঁয় যান রোহিত ও রাহুল। গুজরাতি ভেজ থালি অর্ডার করেন তাঁরা।