আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অট্রেলিয়ার মুখোমুখি ভারত। উত্তেজনায় ফুটছে গোটা দেশ। স্বভাবতই ভারতের শক্তিশালী ব্রিগেডের কাঁধে ভরসা রেখে বিশ্বজয়ের স্বপ্ন দেখছে গোটা ভারতবর্ষ। এই ম্যাচে বিরাটের উপরেও ভরসা অনেকটাই। সেমি ফাইনালে তাঁর ম্যাজিকে চোখ জুড়িয়েছে গোটা দেশের। আজও মাঠে উপস্থিত রয়েছেন বিরাটের গুরু মাস্টারব্লাস্টার।
ম্যাচ শুরুর আগে বিরাটকে নিজের সই করা জার্সি উপহার দিয়েছেন সচিন তেন্ডুলকর। এটি ছিল সচিনের ২০১১ বিশ্বকাপ জয়ী জার্সি যাতে বার্তা ছিল, 'বিরাট তুমি আমাদের গর্বিত করেছ।'