এ কোন অস্ট্রেলিয়া ? চিপকে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের দেখে কার্যত অবাক সচিন তেন্ডুলকর। নিজের সোশাল সাইটে সচিন লিখেছেন, টস জিতে অস্ট্রেলিয়া ব্যাট করছে, এই সিদ্ধান্ত দেখেই তিনি প্রথমে অবাক হয়েছিলেন। কারণ, যেখানে প্রথম থেকেই বলা হচ্ছিল ভারত তিন স্পিনার নিয়ে খেলবে। সচিনের কথায়, শুরুটা কিন্তু ভালই করেছিল অস্ট্রেলিয়া। তাদের প্রয়োজন ছিল একজন বাঁ-হাতি স্পিনারের।
তবে নিজের লেখায় বিরাট-রাহুলের পার্টনারশিপের প্রশংসায় ভরিয়ে দিয়েছেন মাস্টার। তাঁর মতে, বিশ্ব ক্রিকেটে স্মরণীয় হয়ে থাকবে এই ১৬৫ রানের পার্টনারশিপ। ক্রিকেট যে এখন কোথায় চলে গিয়েছে, তা বিরাটের ব্যাটেই স্পষ্ট হয়ে গিয়েছে বলেও দাবি করেছেন সচিন।
১১ অক্টোবর বিশ্বকাপে ভারতের পরের ম্যাচ। দিল্লিতে প্রতিপক্ষ আফগানিস্তান। সচিনের মতে, সহজ প্রতিপক্ষের বিরুদ্ধে সহজেই জয় ছিনিয়ে নিতে হবে। তাহলে সেমিফাইনালে ওঠার রাস্তা আরও সহজ হয়ে যাবে।