সচিন তেন্ডুলকরের ৪৯তম ওয়ানডে সেঞ্চুরির রেকর্ড স্পর্শ করলেন বিরাট কোহলি। ইডেনে সেই রেকর্ড স্পর্শ করার পর চুপ করে থাকতে পারেননি সচিন। এক্স প্ল্যাটফর্মে পোস্ট করে সচিন তাঁর উত্তরসূরিকে শুভেচ্ছা জানান।
সচিন এক্স প্ল্যাটফর্মে লেখেন, "ভাল খেলেছ বিরাট। ৪৯-৫০-এ যেতে ৩৬৫ দিন লেগেছিল আমার। আশা করি, আগামী কয়েকদিনে আমার রেকর্ড ভেঙে দেবে। শুভেচ্ছা।" ওয়াংখেড়ে স্টেডিয়ামেই সেঞ্চুরির কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন বিরাট। কিন্তু ৮৮ রান করে ফিরতে হয় তাঁকে। এদিন ইডেনে সেঞ্চুরি পূর্ণ করেন কিং কোহলি।
আরও পড়ুন:গ্যালারিতে মহারাজ, স্বপ্নকে বাস্তব হতে দেখল ইডেন, বিশ্বকাপে শতরান করে সচিন গ্রহে বিরাট
ওয়ানডে ক্রিকেটে ৪৯টি সেঞ্চুরি আছে সচিনের। আরও একটি সেঞ্চুরি করলেই সচিনকে পেরিয়ে সম্রাট হবেন বিরাট। টেস্টে যদিও সচিনকে ছুঁতে অনেকটাই বাকি। ৫১টি সেঞ্চুরি মাস্টার ব্লাস্টারের। বিরাটের সেঞ্চুরির সংখ্যা ২৯।