বাংলাদেশের বিরুদ্ধে চলছে ম্যাচ । মাঠে তখন শুভমন গিল... কখনও চার মারছেন, কখনও দারুণ ক্যাচ ধরছেন । আর সেইসময় ক্যামেরার চোখ কিন্তু বারবার চলে যাচ্ছে গ্যালারিতে । সেখানেই তো বসে আছেন শুভমনের মনের মানুষ । ঠিকই ধরেছেন, কথা হচ্ছে সচিন কন্যা সারা তেণ্ডুলকরের । শুভমনের বাউন্ডারি, ক্যাচ ধরা...বিভিন্ন মুহূর্তে সারা-র উচ্ছ্বাস ক্যামেরার নজর এড়ায়নি । হয়তো, খেলতে খেলতে চোখাচুখিও হয়েছে দু'জনের । সেসব যদিও পরের কথা । কিন্তু, দু'জনের সম্পর্ক নিয়ে যে গুঞ্জন রয়েছে, তা যে একেবারে মিথ্যে নয়, সেটা বৃহস্পতিবারের ম্যাচেই কিছুটা হলেও টের পেয়ে গিয়েছেন নেটিজেনরা ।
ইতিমধ্যেই পুনেতে বিশ্বকাপে বাংলাদেশ ম্যাচে শুভমান ও সারার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল । দু'জনের ছবি নিয়ে মিমের বন্যা নেটপাড়ায় । জানা গিয়েছে, বাংলাদেশের ইনিংস চলাকালীন শুভমান একটি ক্যাচ ধরেন । নেটিজেনদের দাবি, এরপরই হাততালি দেন সারা তেন্ডুলকর । শুধু তাই নয়,৭ ওভারের মাঝামাঝি একবার সারাকে দেখানো হয় ক্যামেরায় । হাসান মাহমুদের বলে দারুণ চার মারেন শুভমন । তার পরেই দেখা যায় দর্শকাসনে বসে হাততালি দিচ্ছেন সারা ।
গ্যালারিতে সারা-কে দেখার পর সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন মন্তব্য করেছেন নেটিজেনরা । কেউ লিখেছেন, "স্ট্যান্ডে যেহেতু সারা ভাবি রয়েছেন, তাই গিল ভাইয়ের ব্যাটে সেঞ্চুরি আসবেই।" আবার কেউ লিখেছেন, সারা মাঠে এসেছেন। গিল তাঁকে ইমপ্রেস করবেন বলে নিশ্চিতভাবে দারুণ একটা ইনিংস উপহার দিতে চলেছেন।’ উল্লেখ্য, এই ম্যাচেই হাফ সেঞ্চুরি করেন গিল ।