পঞ্চমীর দুপুর পুণের মাঠে বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে খেলতে নামবে বাংলাদেশ। সেই ম্যাচে কী মাঠে নামতে পারবেন বাংলাদেশের অধিনায়ক শাকিব-আল-হাসান ? এই প্রশ্নটাই এখন ঘুরপাক খাচ্ছে বাংলাদেশ ক্রিকেটের অন্দরে।
কারণ, নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ব্যাট করার সময় ঊরুতে চোট পেয়েছিলেন শাবিক। সেই চোট নিয়েই তিনি বলও করেছিলেন। কিন্তু ম্যাচের পর আর মাঠে থাকতে পারেননি। বাংলাদেশ টিম থেকে জানানো হয়েছে, ধীরে ধীরে সুস্থ হচ্ছেন অধিনায়ক। হাতে সময় রয়েছে। তারা অধিনায়কের জন্য অপেক্ষা করবেন।
বিশ্বকাপ শুরুর আগে পায়ের গোড়ালিতে চোট পেয়েছিলেন তিনি। তারপরেও অবশ্য মাঠে ফিরে এসেছিলেন। টিম সূত্রে জানা গিয়েছে, আপাতত অনুশীলন করছেন না শাকিব। বিশ্রাম নিচ্ছেন। যাতে দ্রুত চোট সারাতে পারেন।