আমেদাবাদের স্লো-টার্নিং উইকেট। ওই উইকেটে ফেঁসেছিল পাকিস্তানও। বিশ্বকাপের গ্রুপ পর্বে পাকিস্তানকে হারিয়ে জয়ী হয় ভারত। ওই স্টেডিয়ামেই ফাইনালে হেরে বিশ্বকাপ হারতে হয় রোহিত ব্রিগেডকে। ব্যর্থ টিম ইন্ডিয়ার শক্তিশালী ব্যাটিং লাইন আপ। হাফসেঞ্চুরি করেছেন বিরাট ও কে এল রাহুল। ১০৭ বলে ৬৬ রান এসেছে রাহুলের ব্যাটে। এবার তা নিয়েই কটাক্ষ করলেন প্রাক্তন পাক ব্যাটসম্যান শোয়েব মালিক।
একটি টেলিভিশনে শোয়েব জানিয়েছেন, এটা কে এল রাহুলের ইনিংস নয়। কঠিন পরিস্থিতিতে ব্যাটে শট আসছে না। সেই সময় সবথেকে সহজ কাজ স্ট্রাইক রোটেট করা। শোয়েবের দাবি, রাহুল হয়তো ৫০ ওভার ব্যাট করতে চেয়েছিলেন।
বড় পার্টনারশিপ করলে বড় রানের দিকে এগিয়ে যেতে পারত ভারত। এই পিচে ব্যাট করার সহজ ছিল না। মানাস লাবুশানের ব্যাট থেকেও আসে ১১০ বলে ৫৮ রান। রান তাড়া করার জন্য ওই পার্টনারশিপ প্রয়োজন ছিল অস্ট্রেলিয়ার। তবে ক্রিকেট বিশেষজ্ঞদের দাবি, ওই সময় রাহুলের বাড়তি তাগিদ দেখানো উচিত ছিল।