শ্রীলঙ্কা ম্যাচে ৮২ রান করার পরেও, মাঠের বাইরে তাঁকে ডাক করতে হল। হঠাৎ করেই শর্ট বল চলে এল তাঁর সামনে। আর তাতেই যেন মেজাজ হারিয়ে ফেললেন ভারতীয় ব্যাটার শ্রেয়স আইয়ার। পাল্টা প্রশ্ন করলেন, শর্ট বলে তাঁর সমস্যা হচ্ছে। এটা বলে কী বোঝানোর চেষ্টা করা হচ্ছে ? ম্যাচ শেষের সাংবাদিক বৈঠক বেশ উত্তেজিত দেখাল ভারতীয় ব্যাটারকে।
বিশ্বকাপের গত কয়েকটি ম্যাচে শর্ট বল খেলতে শ্রেয়সকে বেশ বিপাকেই পড়তে হয়েছিল। মূলত তা মেরামতি করতেই শ্রীলঙ্কা ম্যাচের আগে নেটে শ্রেয়সকে নিয়ে আলাদা করে সময় দিয়েছিলেন ভারতীয় কোচ রাহুল দ্রাবিড়। অনেকেই বলছেন, তার ফল ওয়াংখেড়েতে ৮২ রানের ইনিংস।
আরও পড়ুন : কলকাতায় ভারত-দক্ষিণ আফ্রিকা, নস্ট্যালজিয়ায় ভাসছে ইডেন
এই ইংনিস খেলার পরেও শর্ট বল খেলা নিয়েই তাঁকে প্রশ্নের মুখে পড়তে হয়েছে। আর তাতেই শ্রেয়সের মেজাজ হারায় বলে মনে করা হচ্ছে। এইটুকু বাদ দিলেন বিশ্বকাপের প্রথম দল হিসাবে সেমিফাইনালে উঠে আপাতত সুখী সংসার টিম ইন্ডিয়া।