৭০ বলে ১০৫ রান। বিরাট মঞ্চে শ্রেয়স বিক্রম। বেঙ্গালুরুর পর মুম্বইয়ে ফের শতরান ভারতীয় এই ব্যাটারের। এই বিশ্বকাপে তাঁর খেলা নিয়ে প্রশ্ন উঠেছিল। প্রশ্ন তোলা হয়েছিল, যুবরাজ সিং পরবর্তী ভারতীয় ক্রিকেটে শ্রেয়স কী পারবেন চার নম্বরে দায়িত্ব সামলাতে ?
সমালোচকদের জবাব দিয়েছিলেন, খোদ ভারতীয় ক্রিকেটের কোচ রাহুল দ্রাবিড়। দ্রাবিড়ের দাবি ছিল, শ্রেয়স তাঁর দলের তুরুপের তাস। বেঙ্গালুরু ও মুম্বইয়ে বিশ্বকাপে পর শতরান করে, কোচ দ্রাবিড়ের আস্থা রাখলেন কলকাতার অধিনায়ক।
এটা ঠিক পিঠের চোট তাঁকে ক্রিকেট থেকে কার্যত দূরে ঠেলে দিয়েছিল। এই চোটের কারণে গত মরশুমে কলকাতার জন্য আইপিএল খেলতে পারেননি তিনি। এমনকী, এশিয়া কাপেও দলের সঙ্গে থেকেও পুরো টুর্নামেন্ট খেলতে পারেননি শ্রেয়স। তিনি এখন রানে ফিরেছেন। যা স্বস্তি ভারতীয় দলের কাছে।