শুভমনের ব্যাটে আজ নতুন নজিরের সম্ভাবনা। ডেঙ্গির জন্য নিজের প্রথম বিশ্বকাপের প্রথম দুটি ম্যাচ খেলতে পারেননি এই ক্রিকেটার। কিন্তু পাকিস্তান ম্যাচ থেকে মাঠে নেমেছেন।
এদিন বাংলাদেশের বিরুদ্ধে মাঠে নামবেন তিনি। তাঁর ব্যাটে আর ৬৭ রান এলেই দ্রুততম ২ হাজার রানের নজির গড়বেন শুভমন। এরআগে এই নজির ছিল দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার হাসিম আমলার।
বিশ্বরেকর্ড গড়তে পারেন বিরাট । তার জন্য প্রয়োজন মাত্র ৭৭ রান । তাহলেই হয়ে যাবে ২৬০০০ রান । আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ২৬ হাজার রানের রেকর্ড গড়বেন তিনি ।
আরও পডুন : বাংলাদেশ ম্যাচের আগে বিপাকে রোহিত শর্মা, পেলেন 'শাস্তি'-ও !
এত দিন এই নজির ছিল সচিন তেন্ডুলকরের । ৬০১টি ইনিংসে ২৬,০০০ রান করেছিলেন তিনি । আর বিরাট কোহলির রান এই মুহূর্তে ৫৬৬টি ইনিংসে ২৫,৯২৩ । উল্লেখ্য , ৭৮২টি ইনিংসে সচিনের মোচ রান ৩৪,৩৫৭ ।
আন্তর্জাতিক ক্রিকেটে ২৬ হাজারের বেশি রান করে শীর্ষ রয়েছেন সচিন । তার পরেই রয়েছেন শ্রীলঙ্কার কুমার সঙ্গকারা। ৬৬৬টি ইনিংসে ২৮,০১৬ রান তাঁর । তৃতীয় স্থানে রয়েছে রিকি পন্টিং ।
তাঁর রান ২৭,৪৮৩ । বিরাট ২৬ হাজার করতে পারলেই চার নম্বরে উঠে আসবে । তবে, দ্রুততম ২৬ হাজারের রেকর্ড গড়বেন তিনিই ।