বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচ খেলতে দিল্লি পৌঁচ্ছে গেল ভারতীয় দল। কিন্তু চেন্নাইয়ে রয়ে গেলেন ডেঙ্গি আক্রান্ত ভারতীয় ক্রিকেটার শুভমন গিল। আফগানিস্তান ম্যাচেও তাঁকে পাওয়া যাবে না। সোমবার নিজেই একথা জানিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ।
এক টুইট বার্তায় শাহ জানিয়েছেন, শুভমনের স্বাস্থ্যের উপর নজর রাখছেন ভারতীয় ক্রিকেটের মেডিক্যাল দল। তাই বিশ্রাম নেওয়ার জন্য শুভমনকে চেন্নাইয়ে রেখে দেওয়া হয়েছে। বিশ্বকাপের আগে থেকেই ডেঙ্গি আক্রান্ত শুভমন। তাই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে খেলতে পারেননি।
আরও পড়ুন : নিশ্চিত সেঞ্চুরি ফেলে এসে হতাশায় মাথা চাপড়ালেন কোহলি, ভাইরাল হল ভিডিও
চেন্নাই ছাড়ার আগেই অবশ্য ভারত অধিনায়ক রোহিত শর্মা জানিয়েছিলেন, দিল্লিতে মিশন আফগানিস্তানে দলে কিছু বদল হতে পারে। ফলে স্পষ্ট হয়ে যাচ্ছে, ইশান এই ম্যাচে খেলবেন। বাদ পড়বেন কে, সেটাই লাখ টাকার প্রশ্ন।