জল্পনার অবসান ঘটিয়ে বিশ্বকাপের ম্যাচে ফিরলেন ভারতীয় ওপেনার শুভমন গিল। গত কয়েকদিন ধরেই তাঁর খেলা নিয়ে জল্পনা চলছিল। শনিবার তাতে ইতি টানলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা জানিয়েছেন। শুভমনের দলে আসায় বাদ পড়েছেন ইশান কিষাণ। টস জিতে পাকিস্তানকে ব্যাট করতে পাঠিয়েছেন ভারত অধিনায়ক রোহিত। রোহিত জানিয়েছেন, এই পিচে রান তাড়া করা যাবে।
পিচ রিপোর্ট করতে গিয়েই ভারতের প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মঞ্জেরেকর দাবি করেন, এবার যথেষ্ঠ পাটা নরেন্দ্র মোদী স্টেডিয়ামের পিচ। এই পিচে ভারত তিন স্পিনার খেলাবে কীনা, সেটা লক্ষ্য রাখতে হবে। টস করতে এসে, ভারত অধিনায়ক কিন্তু জানালেন, তিনি শার্দূলের উপরেই আস্থা রাখছেন। ফলে পাকিস্তান ম্যাচে বাদ রবি চন্দ্রণ অশ্বিন।
আরও পড়ুন : রেকর্ড ভিড়ের লক্ষ্য, আজ আমেদাবাদের অগ্নিপরীক্ষা
যদিও এই পিচে টস জিতলে তিনিও ফিল্ডিং নিতেন বলেই দাবি করেছেন পাক অধিনায়ক বাবর আজম। কারণ, শিশির ফ্যাক্টর হবে না বলেই মনে করেন তিনি। শেষ ম্যাচে রেকর্ড রান তাড়া করেই জিতেছিল পাকিস্তান। ভারতের বিরুদ্ধে একই দল তাদের।