ম্যাচ শুরু আগে থেকেই নীল সমুদ্রে পরিণত হয়েছিল আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম। তবুও, বিশ্বকাপ ফাইনাল শেষে নেট পাড়ায় সমালোচনার মুখে আমেদাবাদের দর্শক। কিন্তু কেন ? নেটেজেন অভিযোগ, ম্যাচের মাঝপথে কেন চুপ হয়ে গেল আমেদাবাদের দর্শক। কেন তাঁরা টিম ইন্ডিয়ার পাশে দাঁড়ালেন না। নেটিজেনদের অভিযোগ, এর থেকেই প্রমাণ হয়, আমেদাবাদের দর্শক ক্রিকেট বোঝে না। প্রশ্ন করা হয়েছে, কেন খেলার মাঝপথে মাঠ ছাড়লেন তাঁরা। কী প্রয়োজন ছিল অকারণের পুরস্কার বিতরণীর সময় আম্পায়রদের আওয়াজ দেওয়ার। এই ম্যাচে দুই আম্পায়র কী ভুল করেছিলেন ?
বিশ্বকাপ ফাইনালের আগে অজি অধিনায়ক প্যাট কামিন্সের দাবি ছিল, এক লাখ তিরিশ হাজার দর্শককে চুপ করিয়ে রাখাটাই তাঁদের প্রাথমিক কাজ। কারণ, তাঁর বিশ্বাস ছিল শব্দব্রহ্মে এই ফাইনালে ভারত তাঁদের হারিয়ে দিতে পারে। সেই কাজে সফল অজি অধিনায়ক।
তাই ম্যাচ শেষে কামিন্স জানিয়েছেন, তাঁরা খুশি, কারণ, অস্ট্রেলিয়ার বোলিংয়ের সময়েই আমেদাবাদের দর্শককে তাঁরা থামিয়ে দিতে পেরেছিলেন। তার মধ্যেও গর্জন উঠেছিল। আর সেই গর্জন ছিল অনেক প্রবল। তবে এই কাপ জয়ের দিনে আমেদাবাদের এই মুহূর্তকে মনে রাখবেন তাঁরা।