চেন্নাইয়ে টানটান লড়াই। এক উইকেটে পাকিস্তানকে হারাল দক্ষিণ আফ্রিকা (Pakistan vs South Africa)। তীরে এসেও তরী ডুবল বাবর ব্রিগেডের। ৩৩ ওভারে শাহিন আফ্রিদির ডেলিভারিতে ডেভিড মিলার (David Miller) ফিরতেই দক্ষিণ আফ্রিকার ব্যাটিং শিবিরে ধস নামতে শুরু করে। ৪১ ওভারে ৮ উইকেট হারিয়ে ফেলে তাঁরা। কিন্তু জয়ের জন্য রান বেশি বাকি ছিল না। কেশব মহারাজ ও শামসি ম্যাচ শেষ করেই ফিরলেন।
এদিন পাকিস্তানের ২৭০ রান তাড়া করতে নেমে, শুরুটা প্রত্যাশিত হয়নি দক্ষিণ আফ্রিকার। ২৮ রানে ফেরেন অধিনায়ক টেম্বা বাভুমা। ২৪ রান করে ফেরেন কুইন্টন ডি কক। ২১ রান করেন ভ্যান্ডার ডাসেন। হেনরিক ক্লাসেনও ১২ রান করে ফেরেন। কিন্তু ৯১ রানের ইনিংস আসে আইডেন মারক্রমের ব্যাটে। মিলারের ১৪ বলে ২৯ রানে গতি পায় টিম। ১৬ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় দক্ষিণ আফ্রিকা।
আরও পড়ুন: বিশ্বকাপের মাঝে শাকিবের দেশে ফেরা নিয়ে বিতর্ক, ইডেনে নামার আগে মুখ খুললেন তাসকিন