ইডেনের গ্যালারি যেন শব্দব্রহ্ম। বিরাটের সেঞ্চুরির পর সেই চেনা মেজাজে ইডেন গার্ডেন্স। আর বল করতে নেমেই প্রথম ওভারে উইকেট তুলে নিলেন মহম্মদ সিরাজ। বোল্ড করে ফেরালেন, এবারের সবথেকে দুর্ধর্ষ ব্যাটসম্যান কুইন্টন ডি কককে। এরপরই ইডেনের পিচে জ্বলে উঠলেন রবীন্দ্র জাদেজা ও মহম্মদ শামি। ২টি করে উইকেট নিয়ে ফেললেন তাঁরা। ৬ উইকেট হারিয়ে ধুঁকছে দক্ষিণ আফ্রিকা।
অধিনায়ক টেম্বা বাভুমাকে বোল্ড করেন জাদেজা। এরপরই মহম্মদ শামির ডেলিভারিতে খোঁচা লাগিয়ে ফেরেন আইডেন মারক্রম। ১২তম ওভারে জাদেজার ডেলিভারিতে এলবিডব্লিউ হন হেনরি ক্লাসেন। ভ্যান্ডার ডাসেনকে এলবি করে ফেরান মহম্মদ শামি। ১৪ ওভারে ৪২ রানে ৫ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা।
আরও পড়ুন: 'নিজেরই নিজেকে উপহার', সেঞ্চুরির পর বিরাটকে শুভেচ্ছা সহধর্মিনী অনুষ্কার