ক্রিকেটের নন্দনকাননে দ্বিতীয় সেমিফাইনাল। বিশ্বের দুই শক্তিশালী টিমের রোমহর্ষক লড়াই। উইকেট হারিয়েও ঘুরে দাঁড়ানোর লড়াই। ৫০ ওভারে মাত্র ২১২ রানে অলআউট। এই রান দক্ষিণ আফ্রিকা ডিফেন্ড করতে পারবে কিনা, তা নিশ্চিত নয়। তবে সব বড় নকআউট ম্যাচেই যে প্রোটিয়ারা চোক করে না, তারই যেন বার্তা দিলেন কিলার মিলার। ইডেনে তাঁর ব্যাটে এল ১১৬ বলে ১০১ রানের ইনিংস।
ইডেনে এদিন টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। জোসে হ্যাজেলউড ও মিচেল স্টার্কের আক্রমণে ভেঙে পড়ে ব্যাটিং। এরই মধ্যে হেনরি ক্লাসেন ও ডেভিড মিলার লড়াই করেন। ডাক হয়ে ফেরেন মার্কো জেনসেন। ৩টি করে উইকেট নেন মিচেল স্টার্ক ও প্যাট কামিন্স। ২টি উইকেট জোসে হ্যাজেলউড ও ট্রেভিস হেডের।