বিশ্বকাপে পরপর দুই ম্যাচে সেঞ্চুরি কুইন্টন ডি ককের। লখনউর একেনা স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণকে রুখে দিলেন। ডি-ককের ব্যাট থেকে এল ১০৬ বলে ১০৯ রানের ইনিংস। হাফসেঞ্চুরি করলেন আইডেন মারক্রম। ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩১১ রান করল দক্ষিণ আফ্রিকা।
এদিন টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। প্রথম ২০ ওভার কোনও উইকেটই তুলতে পারেনি অজি বোলিং আক্রমণ। ওপেনিং জুটি ভাঙেন ম্যাক্সওয়েল। ৩৫ বলে ফেরেন অধিনায়ক টেম্বা বাভুমা।
এদিন ২৬ রান করে ফেরেন গত ম্যাচে সেঞ্চুরি পাওয়া আরও এক ব্যাটসম্যান ভ্যান্ডার ডাসেন। হেনরি ক্লাসেন, ডেভিড মিলার. মার্কো জেনসেনরা বড় রান না তুলতে পারলেও ৩০০-এর গণ্ডি পেরিয়ে যায় দক্ষিণ আফ্রিকা।অস্ট্রেলিয়ার হয়ে ২টি করে উইকেট নিয়েছেন মিচেল স্টার্ক ও গ্লেন ম্যাক্সওয়েল।