শুরুটা ভাল হলেও শেষটা ভাল হল না বাংলাদেশের। দুর্ধর্ষ ফর্মে কুইন্টন ডি কক। তাঁর ব্যাট থেকে এল ১৭৪ রানের ইনিংস। তার মধ্যে আছে১৫টি বাউন্ডারি ও ৭টি ওভার বাউন্ডারি। অধিনায়ক আইডেন মারক্রম করলেন ৬০ রান। আর শেষদিকে টিমকে টানলেন হেনরিক ক্লাসেন ও ডেভিড মিলার। ৪৯ বলে ৯০ রান করলেন ক্লাসেন। ১৫ বলে ৩৪ রান করলেন মিলার। ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩৮২ রান তুলল দক্ষিণ আফ্রিকা।
এদিন ওয়াংখেড়ে স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। প্রথমেই দুটি উইকেট তুলে নেয় বাংলাদেশ। ফেরেন ওপেনার রিজা হেন্ডরিক্স ও ভ্যান ডার ডাসেন। এরপরই খেলা ধরে নেন অধিনায়ক মারক্রম ও কুইন্টন ডি কক।
বাংলাদেশের জন্য এই ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু ওয়াংখেড়ে স্টেডিয়ামে ৫০ ওভারে ৩৮৩ রানের লক্ষ্যমাত্রা বেশ কঠিন বাংলাদেশের জন্য। দক্ষিণ আফ্রিকার বোলিং লাইন-আপ সামলে এই রান তোলা বেশ কঠিন বাংলাদেশের।