বিশ্বকাপে দুরন্ত ফর্মে দক্ষিণ আফ্রিকা। নিউজিল্যান্ডকে ১৯০ রানে হারিয়ে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে চলে গেল দক্ষিণ আফ্রিকা। দুইয়ে নেমে গেল টিম ইন্ডিয়া। জোড়া সেঞ্চুরির পর একাই ৪ উইকেট নিলেন দক্ষিণ আফ্রিকার বোলার কেশভ মহারাজ। ৩ উইকেট মার্কো জেনসেনের। ১৬৭ রানে শেষ নিউজিল্যান্ডের ইনিংস।
এদিন টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড অধিনায়ক টম লাথাম। কিন্তু পুনের পিচে দক্ষিণ আফ্রিকার দুই ব্যাটসম্যান কুইন্টন ডি কক ও ভ্যান্ডার ডাসেন সেঞ্চুরি করেন। ১১৪ রান করেন ডি কক। ১৩৩ রানের ইনিংস আসে ভ্যান্ডার ডাসেনের ব্যাটে। ৫৩ রান মিলারেরও।
ব্যাট করতে নেমে ভেঙে পড়ে নিউজিল্যান্ডের ব্যাটিং লাইন আপ। ৫০ বলে ৬০ রান করেন একমাত্র কিউয়ি ক্রিকেটার গ্লেন ফিলিপস।