দাদা একটা সেলফি হবে ! ভরা ইডেনে বিশ্বকাপের সেমিফাইনাল চলছে। তার মধ্যে নিরাপত্তার ফাঁক গলে ডেভিড মিলারের সঙ্গে সেলফি তুললেন এক দর্শক। পরে নিরাপত্তারক্ষীরা এসে তাঁকে বার করে নিয়ে যায়। সে যাই হোক, সেলফি হল। কিন্তু গোমরা মুখের ইডেন কিন্তু বৃহস্পতিবার সন্ধ্যায় এক লহমায় হারিয়ে দিল আলফ্রেড হিচকক থেকে রামগোপাল ভার্মার মতো থ্রিলার পরিচালকদের।
২১২ রানের পুঁজি। তাই নিয়ে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে প্রায় বেঁধে ফেলেছিলেন টেম্বা ভাবুমা। কিন্তু অল্পের জন্য চালে ভুল করে ফেললেন। রাবাডা, জেসন নন, অনেক আগে থেকেই ইডেনের এই পিচে তাঁর মার্কাম, মহারাজ এবং সামসিকে ব্যবহার করা উচিত ছিল। এই ভুলের জন্য আবার চার বছরের অপেক্ষা। যাই করুক না কেন, এবারও সেই চোকার্স দক্ষিণ আফ্রিকা।
এই বিশ্বকাপের সেরা সেমিফাইনাল উপহার দিয়ে অস্ট্রেলিয়াকে আমেদাবাদ পাঠাল কলকাতা। অপেক্ষা করছে ভারত। রবিবার মহারণ। বিশ সাল বাদ, জোবার্গের অ্যাকশন রিপ্লে মোতেরার মাটিতে।