কুশল মেন্ডিস ও সমরাবিক্রমারামার জোড়া শতরানে বিশ্বকাপের ম্যাচে পাকিস্তানের সামনে ৩৪৫ রানের টার্গেট রাখল শ্রীলঙ্কা। মঙ্গলবার হায়দরাবাদে প্রথম ব্যাট করে ৯ উইকেটে ৩৪৪ রান করে শ্রীলঙ্কা।
রাজীব গান্ধী স্টেডিয়ামে ৭৭ বলে ১২২ রান করেন কুশল। সমরাবিক্রমারামার অবদান ৮৯ বলে ১০৮। যদিও শুরুতে ঝটকা খেয়েছিল শ্রীলঙ্কা। পাকিস্তানের হয়ে ৭১ রানে চার উইকেট হাসান আলির। শতরানের পরেই অবশ্য কুশলকে নিয়ে যাওয়া হয় হায়দরাবাদের একটি হাসপাতালে। তাঁর পায়ের পেশি শক্ত হয়ে যাওয়ার কারণে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল।
এদিন বিশ্বকাপের ম্যাচে সবার নজর ছিল পাক পেসার শাহিন শাহ আফ্রিদির উপরে। কিন্তু ৫০ ওভারের এই ম্যাচে তাঁর অবদান ৬৬ রানে এক উইকেট।
আরও পড়ুন : মালানের শতরানে ধর্মশালায় ৩০০ পার ইংল্যান্ডের, বাংলাদেশের টার্গেট ৩৬৫
পাঁচ উইকেটে প্রথম উইকেট হারানোর পর শ্রীলঙ্কার হাল ধরেন কুশল মেন্ডিস। নিশাঙ্কাকে নিয়ে ভিত মজবুত করেন। কুশলের ১২২ রান সাজানো ১৪টি চার ও ছটি ছয় দিয়ে।
এই ম্যাচে হাসান আলি চার উইকেট নিলেও কোনও পাক বোলার এই ম্যাচে রান আটকাতে পারেননি। এই ম্যাচে ছয় বোলারকে ব্যবহার করেছেন পাক অধিনায়ক বাবর আজম। তাঁদের মধ্যে একমাত্র ইফতিকার আহমেদই চার ওভারে ২২ রান দিয়েছেন।